রামগঞ্জে স্বপ্নচুড়া ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানির গোশত বিতরন

0 ২৭২

সাখাওয়াত হোসেনঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বপ্নচুড়া ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানি দিতে না পারা পরিবারের মাঁঝে কোরবানির গোশত বিতরন করা হয়েছে।

আজ রবিবার উপজেলার আউগানখীল ও অভিরামপুরের ১২৫ টি পরিবারে কোরবানির গোশত বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন,সস্বপ্নচুড়া ফাউন্ডেশনের সদস্যগন।

সূত্রে জানায়,প্রবাসী ও সমাজের বিত্তবান এবং সংগঠনের সদস্যদের অর্থায়নে ১২৫টি পরিবারে গোশত পৌঁছানো হয়েছে।

উল্লেখ্য,এক ঝাঁক তরুন মিলে দীর্ঘদিন ধরে ভিবিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।সংগঠনটির সদস্যগন,গত রমজানের ঈদে ৭০ টি পরিবারে সেমাই,চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রীও পৌঁছিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!