রামু প্রতিনিধিঃ রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদ্বোধন করেছেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।এ উপলক্ষ্যে আজ বুধবার (২২ জুলাই) বেলা ১২ টায় রামু উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
এসময় রামু উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন- ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০’ মঙ্গলবার থেকে সারাদেশে শুরু হয়েছে। সপ্তাহটি চলবে ২৭ জুলাই পর্যন্ত।