রাষ্ট্র ধর্ম ইসলাম পরিবর্তনে সরকারের কোন পরিকল্পনা নেইঃ চট্টগ্রামের সন্দ্বীপে হুইপ স্বপন।

0 ১৪৫

রহিম মোহাম্মদঃ রাষ্ট্র ধর্ম ইসলাম পরিবর্তন করার কোন পরিকল্পনা নেই সরকারের,সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামের সাথে অন্যান্য ধর্মের সহ অবস্থানের অধিকার দেয়া হয়েছে।জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সন্দ্বীপে আওয়ামী লীগের সাবেক সংসদ দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।তিনি লন্ডনে বসে সাম্প্রদায়িক ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য তারেক রহমানকে দায়ী করেন।

তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সন্দ্বীপের মানুষের উন্নয়নের জন্য দু’হাত ঢেলে দিয়েছেন।যার কারণে সন্দ্বীপ সাবমেরিন ক্যাবলের বিদ্যুতের আলোয় আলোকিত।এসময় আগামী সাত দিনের মধ্যে সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা দেয়ার জন্য উপজেলা আওয়ামীলীগের নেতাদের নির্দেশ প্রদান করেন তিনি।সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তৃণমূল নেতাকর্মীদের সরব উপস্থিতিতে স্মরণ সভার মাঠ ছিল লোকে লোকারন্য,ছিল না তিল ধারনের ঠাঁই।

উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় পূর্ব সন্দ্বীপ হাইস্কুল মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান। উপজেলা আওয়ামী লীগ এর সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দীন বেদন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল মাওলার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র এবং সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি,চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম এ সালাম, সাধারন সম্পাদক শেখ আতাউর রহমান,মুক্তিযুদ্ধকালীন বিএলএফ বাহিনীর কমান্ডার ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম,মেয়র মোক্তাদের মাওলা সেলিম,চেয়ারম্যান আনোয়ার হোসেন,জিল্লুর রহমান,যুবনেতা সিদ্দিকুর রহমান,কামরুল আহসান আলাল,ছাত্রনেতা মাহফুজুর রহমান সুমন।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও অর্থ সম্পাদক আফতাব খান অমি, সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন,মহিলা নেত্রী জেবুন্নেছা চৌধুরী জেসি,সাহেদ সারোয়ার শামীম,আবু তাহের,ওমর ফারুক,সন্দ্বীপ প্রেসক্লাব সভাপতি রহিম মোহাম্মদ,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,চেয়ারম্যান জসিম উদ্দিন,জামাল উদ্দিন,আবুল কাসেম মোল্যা,মহিউদ্দিন জাফর,আবুল খায়ের নাদিম,ফখরুল ইসলাম পনির,আলিমুর রাজী টিটু,ফরিদুল মাওলা কিশোর,সাইফুল ইসলাম,মোঃ রকি প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!