সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা বাসষ্ট্যান্ডে মহাসড়ক পারাপারে
আন্ডার পাসের দাবিতে মানব বন্ধন প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন জনগুরুত্ব বাজার এলাকায় মহাসড়ক
পারাপারের জন্য আন্ডার পাসের ইষ্টিমিট তৈরি করা হয়।
কিন্তু অজ্ঞাত কারনে সেই ইষ্টিমিট থেকে বাদ পরে
জনগুরুত্ব ঐতিহাসিক ব্যবসায়ী কেন্দ্র চান্দাইকোনা
বাজার । এ ঘটনা চান্দাইকোনা বাজার এলাকার ক্ষুদ্ব
জনসাধারন চান্দাইকোনা বাসষ্ট্যান্ডে আন্ডার পাসের
দাবিতে ২শ রা ডিসেম্বর সকাল ১১ টায় চান্দাইকোনা
বাসস্ট্যন্ডে মানব বন্ধন, প্রতিবাদ,ও বিক্ষোভ সমাবেশ
অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন, সিরাজগঞ্জ জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক
ও চান্দাইকোনা ইউনিয়নের বারবার নির্বাচিত
চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান। তিনি বলেন,
আমাদের শান্তিপূর্ণ মানব বন্ধন প্রতিবাদ বিক্ষোভ
সরকারের বিরুদ্ধে নয়। আমাদের এই আন্দোলন বিশ্বরোড
নির্মান কাজের সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। আগামী
৭ দিনের মধ্যে জনগনের এই ন্যায় সংগত দাবি মেনে
নেয়া না হলে বিশ্ব রোডের সমস্ত কাজকর্ম বন্ধ করে দেয়া
হবে বলে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি কর্তৃপক্ষকে হুশিয়ার
করে দেন। অণ্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।