রেলস্টেশনে তিন লাখ টাকার মাদকসহ ধরা 

0 ৮৭৫,৫৬০

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে মাদকসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৭।এসময় তাদের কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা এবং ১২২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।বুধবার(১২ ফেব্রুয়ারি)পাহাড়তলী রেলওয়ে স্টেশনে এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন,আজিম উদ্দিন(২৩) ও সৌরভ চৌধুরী(২৮)।এরমধ্যে আজিমের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাজবল্লভপুরে এবং সৌরভের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া গ্রামে।

আজ সকালে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানিয়েছেন,পাহাড়তলী রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!