র্যাব-১১ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ার চর এলাকায় মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে অভিযানে ২১৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র্যাব-১১ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ার চর এলাকায় মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে অভিযানে ২১৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ার চর এলাকায় মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে ২১৩৫০ (একুশ হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট,মাদক ক্রয় বিক্রয়ের নগদ ২৪৫০/- (দুই হাজার চারশত পঞ্চাশ) টাকা এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ সেলিম উদ্দীন (৪৪), পিতা-কবির আহম্মেদ, মাতা-গোলছাফা খাতুন, সাং-বাসা-১০ কে, বি, আমান আলী রোড, সিরাজ কলোনী, চকবাজার, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম ও আসামী ২। ছোহরা খাতুন (৬০), পিতা-মৃত গোলাওজান, মাতা-মৃত আমিনা খাতুন, স্বামী-মৃত মুজাহার, সাং-কুতুপালং, ৫নং ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।