র‌্যাব-১ নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন দাউদপুর এলাকা হতে ০১ জন ভূয়া ডাক্তারকে গ্রেফতার করেছে ।

0 ৩৪,৭৪২
র‌্যাব-১ নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন দাউদপুর এলাকা হতে ০১ জন ভূয়া ডাক্তারকে গ্রেফতার করেছে । র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের বেলদী বাজারস্থ সমর ড্রাগ হাউজে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ডাক্তার পরিচয়ে ডাক্তারী প্যাড তৈরী করে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ভূয়া ডাক্তার সমর চান দাস (৫৪), পিতা-মৃত শিরিশ চন্দ্র দাস, নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ভূয়া ডাক্তারী কাজে ব্যবহৃত ০১ টি ক্লিনিকাল থার্মোমিটার, ০১ টি ইনফ্রারেড থার্মোমিটার, ০৩ টি স্টেথোস্কোপ, ০১ টি Nasal Specula, ০১ টি মেডিকেল Penlight, ০২ টি Surgical Scissor, ০২ টি Sphygmomanometer (রক্তচাপ মাপার যন্ত্র), ০১ টি প্যাড এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ভূয়া ডাক্তার সেজে নিরীহ রোগীদের বিভিন্ন জটিল রোগের ভূয়া চিকিৎসা প্রদান করে তাদের নিকট হতে ডাক্তারী ভিজিট বাবদ প্রতারনামূলকভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!