র্যাব-৫, রাজশাহী কর্তৃক ৮৮৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।রাজশাহী জেলার চারঘাট থানাধীন মুক্তারপুর পুকুরপাড়া গ্রামস্থ হলিদাগাছী গার্লস স্কুল সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে (১) হেরোইন-৮৮৫ গ্রাম, (২) মোবাইল-০১ টি, (৩) সীমকার্ড-০১ টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ জামাল উদ্দিন (৩৬), পিতা-মোঃ আব্দুল মজিদ, সাং-মিয়াপুর (০৭নং ওয়ার্ড), থানা-চারঘাট, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করা হয়।ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন মুক্তারপুর পুকুরপাড়া গ্রামস্থ ময়েনের সাকো সংলগ্ন জনৈক মোঃ শহিদুল ইসলাম (৪৫) এর মুদি দোকানের সামনে পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর ০১জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করিতেছে। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাধীন মুক্তারপুর পুকুরপাড়া গ্রামস্থ ময়েনের সাকো সংলগ্ন জনৈক মোঃ শহিদুল ইসলাম (৪৫) এর মুদি দোকানের সামনে পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ জন ব্যক্তি তাহার ডান হাতে থাকা ০১টি প্লাস্টিকের বাজার করা ব্যাগসহ কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করি।উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ৮(গ)ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।