অনলাইন ডেস্কঃ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদকে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে র্যাবের গাড়িবহরটি সদর দপ্তরে পৌঁছায়।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এখন সাহেদের সাথে বসবে এবং জিজ্ঞাসাবাদ করবে। তাদের হাতে সময় খুব কম। নিয়ম অনুযায়ী, কোনো আসামি গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করাতে হয়। সে অনুযায়ী, র্যাবও ২৪ ঘন্টা সময় পাচ্ছে। যেহেতু আজ ভোর ৫টা ২০ মিনিটে সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাই আগামীকাল এই সময়ের আগেই তাকে আদালতে হাজির করা হবে।
প্রসঙ্গত, আজ সকালে গ্রেপ্তারের পর হেলিকপ্টার যোগে সাহেদকে সাতক্ষীরা থেকে ঢাকা আনা হয়। এরপর ৯টা ১০ মিনিটে তেজগাঁও পুরাতন বিমাবন্দর থেকে এক গাড়িতে করে তাকে নিয়ে র্যাব সদর দপ্তরের উদ্দেশ্যে রওয়ানা দেয় র্যাব।