র‌্যাব-৫ রাজশাহীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ০১ যুবক গ্রেফতার।

0 ১৮০

র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প,একটি অপারেশন দল গত ১৪ ডিসেম্বর ২০২১ ইং তারিখ সন্ধ্যা ০৭:৩৩ ঘটিকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কলকলিয়া গ্রামস্থ বিয়েন বাজার হইতে ব্রীজ বাজার গামী পাঁকা রাস্তার পশ্চিমে জনৈক মোঃ আফসানুল কবির(৪০),পিতা-মৃত আলতামাস হোসেন এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক এর নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে,বিদেশী পিস্তল-০২টি,ম্যাগজিন-০৪ টি,গুলি-০৬ রাউন্ড,মোবাইল সেট-০১ টি, সীমকার্ড-০১ টি এবং মেমোরী কার্ড-০১ টি সহ মোঃ মানারুল ইসলাম(২৭),পিতা-মৃত ফজলুর রহমান, মাতা-মোছাঃ সোলেহা খাতুন,সাং-ছোট হাদিনগর (কামার টোলা),থানা-শিবগঞ্জ,জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!