লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন । বর্তমানে তিনি ঢাকা আনোয়ার খানঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার মেজো ছেলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক একেএম সালাউদ্দিন টিপু। এ দিকে মেয়র আবু তাহেরের সুস্থতা কামনা করে পৌরসভার বিভিন্ন মসজিদে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, পৌরবাসীকে করোনা সংক্রমন থেকে নিরাপদে রাখতে নিরলসভাবে কাজ করছেন জনন্দিত ও জনপ্রিয় মেয়র আলহাজ্ব আবু তাহের। করোনা ভাইরাস শুরু থেকে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে ত্রান কার্যক্রমেও অংশ নিয়েছেন মেয়র আবু তাহের। এছাড়া সংক্রমন এড়াতে মেয়রের নেতৃত্বে সদর হাসপাতালসহ পৌরসভার বিভিন্ন স্থানে জীবানুনাশক ঔষধ ছিনানোর কাজে অংশ নিয়েছেন। আজ নিজে করোনায় আক্রান্ত হয়েছেন। মেয়রের সুস্থতার জন্য লক্ষীপুর বাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।