আব্দুল করিম: বন্ধুর সাথে দেখা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন একজন যুবক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৬টায় নগরীর লালখান বাজারে এ ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম মো. ইমরান (১৯)। তিনি ন্যাশনাল হাসপাতালের ক্যান্টিনের কর্মচারী জানা যায়, ইমরান লালখান বাজারের ৪ নং গলির হুজুরের ভাড়া ঘরের বাসিন্দা তার বন্ধু মোহাম্মদ আরিফের সাথে দেখা করার জন্য যায়। বন্ধুর সাথে আলাপ শেষে তিনি পাশের একটি দোকানে মোবাইলে টাকা রিচার্জ করতে যান। এ সময় হঠাৎ ৪-৫ জন যুবক আরিফের সাথে কেন দেখা করতে এসেছে এই কথা জিজ্ঞাসা করেই মাথায় কোপ মেরে বসে। তার চিৎকারে তার বন্ধু আরিফ ছুটে এসে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মাথায় ১০টি সেলাই করা হয়।আরিফ জানায়, কোন কারণ ছাড়াই ইমরানকে কুপিয়েছে বেলাল গ্রুপের যুবকরা।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।