লোহাগাড়ায় পুলিশ সদস্যের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় মূল অভিযুক্ত কুখ্যাত সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় কবির আহমদসহ গ্রেপ্তার ২

0 ২০০,৪৩০

চট্টগ্রামের লোহাগাড়ায় কুপিয়ে পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্নের ঘটনায় মূল অভিযুক্ত কবির আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

লোহাগাড়ার গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় কবিরকে তার এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।

প্রসঙ্গত, গত ১৫ মে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের লালাখিল এলাকায় আসামি কবিরকে ধরতে গেলে তার এলোপাতাড়ি কোপে পুলিশ সদস্য মো. জনি খানের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ঘটনার দিন রাতে লোহাগাড়া থানার এএসআই মজিবুর রহমান বাদী হয়ে তিনজনের নামে মামলা দায়ের করেন। এতে কবির আহমদ ছাড়াও তার স্ত্রী রুবি আকতার ও মা মোস্তফা বেগমকে আসামি করা হয়। আর এ ঘটনায় ইতোমধ্যে রুবিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর এবার মূল অভিযুক্ত কবির আহমেদ ও তার সহযোগীকে গ্রেপ্তার করলো র‌্যাব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!