লোহাগাড়ায় বিচারাধীন জায়গা দখলের চেষ্টা, হামলার অভিযোগ

0 ২২০

লোহাগাড়া প্রতিনিধিঃসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন আসমা পারভীন মুন্নী।চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতে বিচারাধীন জায়গা দখলের চেষ্টা, সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে মরহুম আব্দুল গণি, জালাল উদ্দিন ও মরহুম লাল মিয়ার পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আসমা পারভীন মুন্নী।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, উপজেলার সদর রশিদার পাড়ার সাইদুল আলম, জহিরুল আলম গংদের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে (আদালতে বিচারাধীন জায়গা) এসে হামলা চালায়। এ সময় তাদের হামলায় আমি এবং আমার বোন আহত হই। তারা আমাদের উপর হামলা করে ক্ষান্ত হয়নি বরং উল্টো আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করে। বর্তমানে আমরা পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার বিষয়ে শঙ্কা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, বিভিন্ন আদালতের রায় আমাদের পক্ষে পেলেও বিবাদীরা সন্ত্রাসী কায়দায় ওই জায়গা দখলে নিতে চেষ্টা চালানোর পাশাপাশি বারবার হামলা ও প্রাণণাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার এবং আমাদের জীবনের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য সাহেদা বেগম, জালাল উদ্দীন, মোহাম্মদ আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!