শফীর জানাজায় অংশ নিতে গিয়ে গুরুতর আহত ৫

0 ২২৯

আল আমিন হোসেনঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয় একইমুখী একটি কাভার্ডভ্যান। এ সময় মাইক্রোবাসের অন্তত পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে মাইক্রোবাসে থাকা যাত্রীরা হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে চট্টগ্রামে যাচ্ছিলেন বলে জানা গেছে।

এর আগে সকালে আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ চট্টগ্রামে এসে পৌঁছেছে। অ্যাম্বুলেন্স যোগে শনিবার সকাল ৯টায় মরদেহটি হাটহাজারী দারুল উলুম মাদরাসায় এসে পৌঁছে।

জানা গেছে, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ মাদরাসার মাঠে রাখা হবে। জোহর নামাজের পর জানাজা শেষে মাদরাসার পাশের মাকবারায়ে হাবিবিয়াতে তাকে দাফন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!