শারদীয় দুর্গাপুজা মহাঅষ্টমীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক পূজামন্ডপ পরিদর্শন,২৪/১০/২০২০খ্রিঃ শারদীয় দুর্গাপুজার মহাঅষ্টমীতে নগরীর জেএম সেন হল পূজামন্ডপ ও গোসাইলডাংগা পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর,পিপিএম-সেবা মহোদয়।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ তাকে ফুলেলে শুভেচ্ছায় বরণ করে নেন।তিনি নগরীর পূজামন্ডপের নিরাপত্তা এবং পূজা উদযাপনের বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।শারদীয় দুর্গাপুজা ২০২০ খ্রী. উপলক্ষে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক নিরাপত্তা মূলক কার্যক্রম তদারকিতে নিয়োজিত আছেন।প্রতিমা বিসর্জন পর্যন্ত পোষাকধারী পুলিশের সাথে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কালীন সময়ে পূজা উদযাপন কে কেন্দ্র করে যে কোন ধরনের জনসমাগম এড়াতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।পুলিশ কমিশনার মহোদয় শারদীয় দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।