নেয়ামত উল্লাহ রিয়াদ,বিশেষ প্রতিনিধিঃ শুভ উদ্ভোধন হতে ইচ্ছে স্বপ্নের স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল এটি সন্দ্বীপের মালেকমুন্সির বাজার সংলগ্নে অসস্থিত। দেশের সুনামধন্য গ্রুপ অব কোম্পানি ইয়ুথ গ্রুপের এই হাসপাতালটি। সবকিছু ঠিকঠাক থাকল আগামী এক সাপ্তাহের মধ্যে উদ্ভোদন হওয়ার কথা রয়েছে। এ ব্যপারেন ইয়ুথ গ্রুপের ব্যবস্থপনা পরিচালক রেজ্জাকুল হায়দার সাহেবের সাথে টেলিফোনে কথা বলতে চাইলে, বলা সম্ভব হয়নি। তবে হাসপাতাল এডমিনিস্ট্রেশন এর একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন মার্চ ২০২০ এ ২য় দফায় উদ্ভোদন এর কথা থাকলেও অত্র কোম্পানির সাবেক এমডির মৃত্যু এবং করোনা ভাইরাসের কারণে হাসপাতালটি উদ্ভোদন করা সম্ভব হয়নি। এদিকে হাসপাতালটির উদ্ভোদন এর অপেক্ষায় সন্দ্বীপের সারে ৪ লক্ষ মানুষ। হাসপতাটি চালু হলে দ্বীপের অসহায় মানুষ উন্নয়ত চিকিৎসা পাবেন এমনটাই আশা প্রত্যাশা সকলের। জরুরী বিভাগ, সহ গুরুত্বপূর্ণ সেবা চালু থাকলে কষ্ট করে আর নদী পার হয়ে চট্টগ্রামে চিকিৎসার জন্য আসতে হবে না এমটাই আশা দ্বীপবাসীর।