নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৫ আগষ্ট ২০২০ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শিশুদের উন্নতমানের খাবার পুরস্কার বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন দাস,, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাকিব আল রাব্বি ।উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া পৌর মেয়র এআরএম কারিবুল হক রাজিন, মহিলা ভাইস চেয়ারম্যা শিউলি বেগম সহ সহ অন্যরা।