
সবুজ সাহা: সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন ধর্মীয় সম-অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,সদর উপজেলা শাখা’র আয়োজনে শহরের শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দিরে এই সম্মেলন হয়।লক্ষ্মীপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ মাখন লাল সাহা এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শংকর মজুমদার,সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা এডঃ শৈবাল কান্তি সাহা,আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এডঃ জহর লাল ভৌমিক,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ,অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এডঃ প্রিয়লাল নাথ,বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা সহ অন্যরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,সদর উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক অরবিন্দ পোদ্দার।সম্মেলনে গত ১৭ ই মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের সনাতনী সম্প্রদায়ের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি ঘটনার সাথে জড়িত সকল দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারবিভাগীয় তদন্তের দাবী করেছে এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নারী-পুরষরা উপস্থিত ছিলেন।