
চট্টগ্রাম জেলার সন্দ্বীপের জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেন।আজ ২৫শে ডিসেম্বর বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।
রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান খান,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শিপন,৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহেদ মেম্বারের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে এই সংবাদ সম্মেলন করা হয়।এছাড়া সন্দ্বীপে রাজনৈতিক নেতা-কর্মীদের উপর অব্যাহত নিপীড়ন বন্ধের দাবিও করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল আহসান সুমন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্তোষপুর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান ফুলমিয়া,সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান বেলাল,সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির,মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।