সন্দ্বীপের সদ্যপ্রয়াত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খসরু স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বাদল রায় স্বাধীনঃ উপজেলা আওয়ামীলিগের সদ্য বিদায়ী সাধারন সম্পাদক ও হারামিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জ্বনাব মোহাম্মদ আলী খসরু স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ১৩ নং আজিমপুর ইউনিয়ন পরিষদ।আলোচনা সভায় মরহুমের বর্নাঢ্য কর্মময় জীবনের উপর স্মৃতিচারন ও তার আত্মার মাগফেরাত কামনা করা হয় গভীর শ্রদ্ধাভরে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আজিমপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জ্বনাব আব্দুল আজিজ।বিশেষ অতিথি ছিলেন আজিমপুর ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদক মন্জুর হোসেন বেন্টর।
অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউপি সদস্য মোহাম্মদ সোহরাব হোসেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ রাসেল,মোঃ আব্দুল মালেক,মোঃ কাসেম, আব্দুল বাচেক,মোঃ সফিকুল ইসলাম,মসজিদ পরিচালনা কমিটির সদস্য মোঃ কাসেম ও শেখ রুহুল আমিন,ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ এনাম ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ রাশেদ খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মোহাম্মদ আলী খসরু ছিলেন একজন জনপ্রিয় চেয়ারম্যান।তার সংগ্রামী জীবনে কারো সাথে মনোমালিন্য ঘটেনি,অত্যান্ত ভদ্র ও বিনয়ী ভাবে তিনি সন্দ্বীপের পাকিস্থান খ্যাত হারামিয়া ইউনিয়নকে আওয়ামীলিগের দুর্গে পরিনত করেছিলেন।তাই ওনার মৃত্যুর পর ওনাকে শ্রদ্ধা ভরে স্মরন করতে প্রথমে আমরা এ আয়োজন করলাম।আশা করি সকল ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলিগের দলীয় ব্যানারে ওনার স্মরন সভা বৃহত্তর পরিবেশে অনুষ্ঠিত হবে।
বিশেষ অতিথি মন্জুর হোসেন বেন্টর বলেন সদ্য প্রয়াত খসরু সাহেব আওয়ামীলিগের দুঃসময়ে অনেক নির্যাতন ও কারাবরনের স্বীকার হয়েও নিজের পথ ও রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি।এমন কর্মী বান্ধব নেতাকে প্রথম আমাদের ইউনিয়ন পরিষদ স্মরন করায় ওনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি স্রষ্টা যাতে ওনাকে বেহেস্তবাসী করেন।সাথে ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।সভা শেষে ওনার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।