বাদল রায় স্বাধীন: বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কেটে জন্মদিন উদযাপন ও মহানবীকে কটুক্তির দায়ে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগ। ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ ১১ নভেম্বর সকালে উপজেলা কমপ্লেক্সে আওয়ামীলিগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান। উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মোঃ মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি যথাক্রমে ইমাম হোসেন,দিদারুল আলম, ইসমাঈল হোসেন, সাইফুল ইসলাম ছানু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাকছুদের রহমান, যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহীম জিল্লু, মগধরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দিদারুল আলম,উড়িরচর যুবলীগের সাধারন সম্পাদক মনিরুল হক, মুছাপুর ওয়ার্ড আওয়ামীলিগ সভাপতি আনোয়ার হোসেন, হারামিয়ার যুবলীগ নেতা মোঃ মিলাদ,পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক মাকছুদের রহমান জাবেদ,উপজেলা কমিটির উপ- দপ্তর সম্পাদক ইলিয়াস সুমন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সোহাগ,আনোরুল কবির, হুমায়ুন কবির বাবলু,মোঃ জাবেদ হোসেন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, অর্থ সম্পাদক আবুল কাসেম রানা, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ,এডভোকেট সাহাবুদ্দিন প্রমুখ। সভায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন যুবলীগ হচ্ছে আওয়ামীলিগের ভ্যান গার্ড এবং এমপি মাহফুজুর রহমান মিতার নেতৃত্বে আওয়ামীলিগের সাথে ঐক্যবদ্ধ একটি বিশাল শক্তি।কিন্তু আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলিগের কতিপয় ব্যক্তি যুবলীগকে দুরে সরাতে একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাই যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দের নামে বিভিন্ন ভুয়া মামলা রজু করে যুবলীগের নেতৃবৃন্দকে দাবিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। সাধারন সম্পাদক মাকছুদের রহমান বলেন যখনি স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিরুদ্ধে কোন অবৈধ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে তখন যূবলীগ আওয়ামীলিগের সহযোগী শক্তি হিসেবে তা মোকাবেলায় অগ্রনী ভুমিকা রেখেছে। অন্যদিকে সন্দ্বীপের যুবলীগের কোন কর্মী অবৈধ বা অনৈতিক কোন কর্মকান্ডের সাথে জড়িত নেই। এখানে কোন মন্দ লোকের স্থান নেই তাই কেউ মিথ্যা অপবাদ দিয়ে যুবলীগকে দুর্বল করে দিতে চাইলে আমরাও বসে থাকবোনা। যুবলীগে জনপ্রতিনিধি হওয়ার মতো অনেক যোগ্য লোক রয়েছে তাদের মুল্যায়ন করা এখন সময়ের দাবী।