সন্দ্বীপে আদর্শ তরুণ সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা সম্পন্ন

0 ২২৮

বাদল রায় স্বাধীনঃ চট্টগ্রাম জেলা সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন পেলিশ্যার বাজার আদর্শ তরুণ সংঘ কর্তৃক ২য় বারের মতো ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে ১৪ অক্টোবর।

উক্ত ফাইনাল ম্যাচে পেলিশ্যা ইউনিটি ফুটবল একাদশ বনাম বাংলা বাজার ফুটবল একাদশ এর খেলায় পেলিশ্যা ইউনিটি ফুটবল একাদশ ১ গোল দিতে সক্ষম হয় অপরদিকে বাংলা বাজার ফুটবল একাদশ ৩ গোল দিয়ে চুড়ান্ত বিজয় ছিনিয়ে নেয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।অন্যান্যদের মধ্য সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন,সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ তরুণ সংঘের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির।

প্রধান অতিথি মাহফুজুর রহমান মিতা বলেন, খেলাধুলা দেহ ও মন সুস্থ রাখে।আজকের তারুণ্যকে খেলাধুলায় মনোনিবেশ করতে পারলে তাহলে আগামীর তারুণ্যকে মাদকমুক্ত রাখা যাবে। এছাড়াও তিনি মগধরা স্কুল এন্ড কলেজ মাঠ সংস্কারের জন্য ১ লক্ষ টাকা প্রদান করেন।

উল্লেখ্য যে গত ৩০ আগস্ট পর্যন্ত খেলায় অংশগ্রহণ করেছিল মোট ১৬ দল। জমার পাড়া ফুটবল একাদশ বনাম এইচ এম ফুটবল একাদশের টুর্নামেন্টের ১ম ম্যাচের উদ্বোধনী খেলায় উদ্ভোধক ছিলেন আদর্শ তরুণ সংঘের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!