সন্দ্বীপে আবুল কাসেম হায়দার মহিলা কলেজের নবীন বরণ,সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

0 ৮৭৫,৪৮৩

সন্দ্বীপের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান আবুল কাসেম হায়দার মহিলা কলেজের উদ্যোগে নবীন বরণ,সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষে ২ ফেব্রুয়ারী,সকাল ১১টায় কলেজ মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ হানিফ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলেজের প্রতিষ্ঠাতা ও দেশের বিশিষ্ট শিল্প গ্রুপ ইয়ুথ গ্রুপের ফাউন্ডার,দেশের প্রথিতযষা শিক্ষাবিদ ও লেখক ড. আবুল কাসেম হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সন্দ্বীপ সরকারি এ.বি কলেজের অধ্যক্ষ শহিদুল্লাহ মজুমদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ,চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন শিকদার,লায়ন
নাসির উদ্দিন,সন্দ্বীপ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবু তাহের,মাস্টার এ ওয়াই এম ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম,জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা শফিকুল মাওলা শামীম, ইউএস প্রবাসী বক্তেয়ার উদ্দিন,আবদুল ওয়াহাব,বাবর উদ্দিন,সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন,সন্দ্বীপ সাহিত্য পরিষদ ও ছায়েদুল হক ফাউন্ডেশনের সেক্রেটারী কবি কাজী শামসুল আহসান খোকন,সন্দ্বীপ প্রেস ক্লাবের
সহ সভাপতি সাংবাদিক ইলিয়াস কামাল বাবু,জাতীয় সাংবাদিক সংস্থা ‘ র সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন,এনাম নাহার ব্যাবসায়ী সমিতি’র সাবেক সভাপতি,বিশিষ্ট পুস্তক ব্যাবসায়ী ও বিএনপি নেতা আসিফ আকতার,বিএনপি নেতা ও এনাম নাহারের বিশিষ্ট ব্যাবসায়ী আলীম মেম্বার,আবুল কাসেম হায়দার মহিলা কলেজের গভর্নিং বডি’র সাবেক সদস্য জামসেদুর রহমান,ডা.আহম্মদউল্লাহ ছালেহা আল জাদিদ দাখিল মাদরাসা’ র সুপার মাওলানা শাহাদাত
হোসাইন,এনাম নাহার বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাধব চন্দ্র দাস সহ স্কুল-কলেজ শিক্ষকবৃন্দ
ও স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।এ অনুষ্ঠানে কলেজের পক্ষ হতে মানপত্র পাঠ ও বক্তব্য রাখে ছাত্রী তাওহীদা কাইউম,সুমাইয়া জাহান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রতিষ্ঠাতা ও প্রধার অতিথি আবুল কাশেমহায়দার সহ বিশেষ অতিথি ও একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ ও মানপত্র
দিয়ে সংবর্ধিত করা হয়।পরে কলেজ শিক্ষক,ছাত্রী ও স্কুল পর্যায়ে বিষয় ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি ও কলেজ প্রতিষ্ঠাতা ড.আবুল কাসেম
হায়দার তার বক্তব্যে বলেন,২০০২ সালে আমি এ কলেজ প্রতিষ্ঠা করেছি,তার পরের বছর থেকেই শিক্ষা
কার্যক্রম চালু হওয়ার পর থেকেই আর্থিক ভাবে আমি
সহায়তা দিয়ে আসছি।২০২২ সালে এই কলেজ এমপিওভূক্ত হয়।তিনি প্রশ্ন রাখেন,এতো বছর কলেজটি এমপিওভূক্ত হলোনা কেনো ? তার একান্ত
ইচ্ছা কলেজটি ডিগ্রি তে পাঠদানের অনুমতি লাভ
করুক,এ জন্য তিনি কাজ করবেন।তবে প্রকৃত শিক্ষা
তখনই পরিপূর্ণ হবে যখন সমাজ থেকে মাদক নির্মূল
হবে,মোবাইলের অপব্যাবহার বন্ধ হবে এবং ডিগ্রির
আগে বিয়ে নয়,এই হোক সকলের পণ।

দুপুরে প্রীতিভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে কলেজ শিক্ষার্থী সহ আমন্ত্রিত অতিথি শিল্পী রা গান পরিবেশন করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!