সন্দ্বীপ উপজেলায় যথোপযুক্ত মার্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।প্রিয় মাতৃভাষার মার্যাদা,অধিকার রক্ষা,স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত অগুণিত শহীদের রক্তে রঞ্জিত অমর একুশে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস বরাবরের মতো এবারও শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ ও পালন করেছে সন্দ্বীপ উপজেলাবাসী।
এদিন উপজেলার সরকারী দল আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন সমূহের কার্যালয়ে জাতীয় পতাকা,দলীয় পতাকা যথাযথ নিয়ম মাফিক উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্ফার্ঘ্য অর্পন উপজেলার শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর মূরালে পূস্ফার্ঘ্য অর্পন এবং আলোচনা সভানুষ্ঠান করেন।সকালে উপজেলা পরিষদের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রভাতফেরী করা হয় এতে নেতৃত্ব দেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা,পরে উপজেলা প্রশ্রাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদ দের প্রতি শ্রদ্ধানিবেদন করা হয়।
এতে নেতৃত্ব দেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহাজাহান ও উপজেলা নির্বাহী কর্মকতা সম্রাট খীসা।সকাল ৯ টায় সন্দ্বীপ উপজেলা প্রশাসনের আয়োজনে কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বেলা ১০ টায় উপজেলা আ.লীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও তাঁদের অঙ্গ সংগঠনসহ এলাকার বিভিন্ন সংগঠনসহ প্রতিষ্ঠান শহীদ মিনারে পুস্ফস্তবক অর্পন করেন।যেসব সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদেন করে তারা হলো,সন্দ্বীপ থানা,বাংলাদেশ মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিল সন্দ্বীপ,সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগ,সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ,সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,জাতীয় শ্রমিকলীগ,সন্দ্বীপ পৌরসভা,সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম,ড. ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ,কালাপানিয়া ইউনিয়ন পরিষদ,রহমতপুর ইউনিয়ন পরিষদ,হরিশপুর ইউনিয়ন পরিষদ,কারিতাস সন্দ্বীপ উপজেলা,সন্দ্বীপ প্রেস ক্লাব,সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল এসোসিয়েশন,সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ,বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখা,মুক্তিযুদ্ধা মঞ্চ সন্দ্বীপ,বাংলাদেশ সাংবাদিক পরিষদ সন্দ্বীপ,সন্দ্বীপ আনন্দ পাঠশালা,টিএম এস এস এনাম নাহার মোড়,সন্দ্বীপ টাউন মার্চেন্ট এসোসিয়েশন, এসডিআই সন্দ্বীপ,১০ নং বাউরিয়া ইউনিয়ন পরিষদ,সনাতনী তরুন সংঘ রহমতপুর,দীর্ঘাপাড় ইউনিয়ন আওয়ামীলীগ,তবে গত কয়েক বছরের মত সন্দ্বীপ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে দেখা যাইনি অন্যতম রাজনৈতিক দল সন্দ্বীপ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের।এছাড়া ও সন্দ্বীপ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্ব স্ব শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।