সন্দ্বীপে গনঅভ্যুত্থানের পরবর্তী ঐতিহ্যবাহী জনপদ পূর্ণগঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

0 ৮৭৫,৫১৩

সন্দ্বীপে ছাত্র জনতার গন অভ্যুত্থানের পরবর্তী ঐতিয্যবাহী জনপদ সন্দ্বীপ পুনর্গঠনে ছাত্র জনতার প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে সন্দ্বীপ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই আগষ্ট ছাত্র আন্দোলনের নিহত শহীদের স্বরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক তাসফিক সিফাত উল্ল্যাহ,সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসরিন আক্তার,সাইফুর রহমান খান,ফাহাদ উমর,মোহাম্মদ শরীফ হোসেন,আবদুল কাইয়ুম,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আসিফুল আলম,ন্যাশনাল ইউন্সটিটিউট অব টেকনোলজ শিক্ষার্থী মেহেরাব হোসেন বাঁধন,মুস্তাফিজুর রহমান কলেজের শিক্ষার্থী আবিদা আলম ইসমা প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল,উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহসীন আলম,সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দীন,উপ-সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন,কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন,উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সরকার,ইউআরসি ইন্সট্রক্টর অপূর্ব কুমার সরকার,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আনসার হোসেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারবেজ,সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল,বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন,অর্থ সম্পাদক আবদুল হামিদ ও সন্দ্বীপ সংযোগের ফসিউল আলম প্রমুখ।

মতবিনিময় সভায় পেশ করা দাবি সমুহ হচ্ছে,গুপ্তচরা-কুমিরা নৌ-রুটে বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত স্পিড বোট ভাড়া ১৭০ টাকা আগামী ৭ দিনের মধ্যে কার্যকর করা,সন্দ্বীপে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগী ব্যতিরেকে অন্তত ৪ টি অ্যাম্বুলেন্স এবং ২টি সী-অ্যাম্বুলেন্স সচল রাখতে আগামী ৭ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা,গাছুয়া হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে সাপের অ্যান্টিভেনম সহ জরুরী চিকিৎসা প্রদানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা,সন্দ্বীপে শিক্ষা প্রতিষ্ঠানসমুহে উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে শিক্ষক রাজনীতি এবং শিক্ষা বানিজ্য বন্ধ করা,বিশেষত করে যে ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে গড় শিক্ষার্থী ৭১ জন ঐ বিদ্যালয় সমুহে শিক্ষার্থী বাড়াতে উপজেলা শিক্ষা কমিটি,ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে কার্যকর ব্যবস্থা গ্রহন করা, সন্দ্বীপের কৃষকদের হাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি দিয়ে সার ও বীজ সরবাহ করা এবং সন্দ্বীপে বেঁড়িবাঁধ ব্যবস্থাপনাসহ নদী ভাঙ্গন মোকাবিলায় কার্যকরী ব্যবস্থা গ্রহন করা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!