বাদল রায় স্বাধীন: “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ব্যবস্থাপনায় আলোচনা সভা, রেলী ও হাতধোয়া প্রদর্শনী করেছে আজ।উক্ত অনুষ্ঠানে সহযোগি প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহন করেছে রিকল ২০২১ প্রজেক্ট এসডিআই ও ব্রাক এর ওয়াস প্রকল্প। ১৫ অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় একটি বর্নাঢ্য রেলী উপজেলার মুল সড়ক প্রদক্ষিন শেষে উপজেলাস্থ ডিপিএইচই এর স্থাপন করা বেসিনে হাত ধোয়ার প্রদর্শনী শেষে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধী চাকমা। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী রবিন সরকারের উপস্থাপনায় আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম,রিকল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী শ্যমল চন্দ্র রায়,ব্রাক ওয়াস প্রকল্পের ম্যানেজার মোঃ বেলাল প্রমুখ। বক্তারা জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন স্যানিটেশন ব্যবস্থা পরিবেশকে নির্মল ও সুন্দর করে তুলে এবং হাতধোয়ার অভ্যাস মানুষকে জীবানুমুক্ত করে এছাড়াও মনকে পবিত্র করে তোলে। তাই সুস্থ সুন্দর জীবন নিশ্চিত করতে তিনটি কাজের আগে এবং তিনটি কাজের পরে প্রয়োজনমতো সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড বাবদ ফেনা তুলে হাত ধুতে হবে। তাহলে আমাদের বর্তমান বৈশ্বিক মহামারী করোনা সহ বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।এবং তাতে স্বাস্থ্য ঝুঁকি কমে ঔষধ খরচ কমবে এবং সুস্থ, সবল, নিরোগ দেহ নিয়ে বাঁচা সম্ভব।