চট্টগ্রামের সন্দ্বীপে ডাকাতি মামলার ওয়ারেন্টেভুক্ত আসামি আকবর গ্রেফতার হয়েছে।গতরাতে হরিশপুর তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।আকবরের বিরুদ্ধে ১০টি মামলা চলমান রয়েছে।শুক্রবার দিবাগত রাতে আকবরকে আটক করা হয়েছে বলে পুলিশসুত্রে জানা যায়।
পুলিশ সূত্রে আরো জানা যায়,হরিশপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শামসুদ্দিনের ছেলে ১০ মামলার আসামি আকবরকে ধরতে গত শুক্রবার রাতে এস আই আনিসুর রহমান ও এস আই গোফরান উদ্দিন অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে আকবর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
সন্দ্বীপ থানা পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান,ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আকবরকে ধরতে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
সন্দ্বীপ থানা সূত্রে জানা গেছে,আকবর চিহ্নিত সন্ত্রাসী।তার নামে ১০টি মামলা রয়েছে।ডাক্তাতির প্রস্তুতি, হত্যাচেষ্টাসহ সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্য।
এবিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ(ওসি)কবির হোসেন(পিপিএম)বলেন,আকবরের নামে ডাকাতির মামলায় থানায় ওয়ারেন্ট ছিলো।গত রাতে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।