
নব নিযুক্ত সিইসি সন্দ্বীপ সন্তান কাজী হাবিবুল আওয়াল গত ২০ মার্চ ওনার জন্মস্থান সন্দ্বীপ ভ্রমনে এসে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড প্রদান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেনন।এরপর পর্যায়ক্রমে সন্দ্বীপের জনগনের দোরগোড়ায় সে সেবা পৌঁছে দিতে বিভিন্ন স্পটে সেই স্মার্ট কার্ড বিতরন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ২৩ মার্চ সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডের জনগনের মাঝে সেই স্মার্ট কার্ড বিতরন কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম। স্থানীয় মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্মার্ট কার্ড গ্রহন করতে নারী পুরুষের মাঝে ব্যপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। সকাল থেকে দেখা গেছে নারী পুরুষের বিশাল সারি। স্মার্ট কার্ড সংগ্রহ করতে পেরে অনেক খুশি তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন স্মার্ট কার্ড এখন মানুষের খুব প্রয়োজনীয় জিনিস যা রাষ্ট্রীয় সকল কাজে প্রদান করতে হয়। এছাড়াও স্মার্ট কার্ডের মাধ্যমে অপরাধী চিহিৃত করতে সুবিধা হওয়ার কারনে অপরাধের পরিমানও কমে যাচ্ছে। তাই সকলে এটি সংগ্রহ করতে হবে। এবং সবাই সেটি করছেনও। যারা আপাতত পাবেননা তাদের পর্যায়ক্রমে সেটি নিশ্চিত করা হবে।