সন্দ্বীপে প্রকাশ্যে ছুরিকাঘাতে শিপন নামে এক যুবক খুন।

0 ৮৭৫,৬৯৭

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন(৩৫)নামের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার(৩ জুন)বিকেল আনুমানিক ৫টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শিপন নোয়াহাট এলাকার তহসিলদার বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান,শিপন বিকেলে স্থানীয় বাজারের পাশে বসে ছিলেন।এ সময় হঠাৎ করে কয়েকজন অস্ত্রধারী যুবক মোটরসাইকেলে করে এসে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।এরপর প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে কনুই থেকে তার দু’হাত বিচ্ছিন্ন করে এবং ঘাড়ে এলোপাতাড়ি ছুরি চালিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন,ঘটনার পেছনে কী কারণ রয়েছে,তা খতিয়ে দেখা হচ্ছে।অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভয়াবহ এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুরো নোয়াহাট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত শিপনের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে এলাকাবাসীর ধারণা,পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!