সন্দ্বীপে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন।

0 ৮৭৫,৪৭৯

‘স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সন্দ্বীপে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি,গতিশীলতা ও জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধায়নে ৮ থেকে ১৪ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।

শনিবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা ভূমি সাপ্তাহ উদ্বোধন উপলক্ষে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি)তাসফিক সিফাত উল্ল্যাহ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সেবা নিতে আসা ব্যক্তিবর্গরা।

সভায় বক্তারা অনলাইনে জমির খাজনা প্রদান,ই নাম জারি,অনলাইনে বাড়িতে বসেই প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!