সন্দ্বীপে মরহুম মাহাবুবুর রহমান মাধু চেয়ারম্যান স্মরনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের সুচনা হলো ড্র এর মাধ্যমে

গতকাল সন্ধ্যা ০৭ ঘটিকা সময় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌরসভার জনন্দিত মেয়র মোক্তাদের মাওলা সেলিম এর মরহুম পিতা সাবেক চেয়ারম্যান মাহাবুবের রহমান(মাধু)চেয়ারম্যান স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হলো।
মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির মুল উদ্যোক্তা কাউন্সিলর মহব্বত বাঙ্গালী,মাষ্টার নাছির উদ্দিন,সাংবাদিক বাদল রায় স্বাধীন,পৌর আওয়ামীলিগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম,ডাঃ রুবেল,অনলাইন এক্টিভিট আক্তার হোসেন ও বিশিষ্ট ব্যক্তি বর্গউক্ত খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহন করছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন খেলা ধুলা মানুষের শরীর গঠন ও চরিত্র গঠনে অবদান রাখার পাশাপাশি খারাপ কাজ থেকে বিরত রাখে।এবং আকাশ সংস্কৃতির ক্ষতিকর থাবা তাদের গ্রাস করতে পারেনা এবং খেলাধুলা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শেখায়। তাই খেলা ধুলার প্রসার বাড়লে সমাজ ও রাষ্ট্রের মঙ্গল হয়।