সন্দ্বীপে মাদক ও জঙ্গীবাদ বিরোধী বিট পুলিশিং সমাবেশ

0 ২৫৯

ইলিয়াস কামাল বাবুঃ নিয়মিত কর্মকান্ডের অংশ হিসেবে চট্টগ্রামের অন্যান্য থানার মতো সন্দ্বীপ থানায়ও মাদক ও জঙ্গীবাদ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহষপতিবার,সকাল ১১ টায়, এনাম নাহারস্থ মাহির ভবনে এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন- সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সোলাইমান।

সন্দ্বীপ থানার উপ-পরিদর্শক মনির হোসেনের সঞ্চালনায় এ সমাবেশে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন-হারামিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদউল্ল্যাহ্ , বাংলাদেশ সাংবাদিক পরিষদ, সন্দ্বীপ উপজেলা কমিটির সভাপতি-ইলিয়াস কামাল বাবু,এনএসআই এর সন্দ্বীপ ফিল্ড অফিসার মোঃ হারুনুর রশীদ,ওয়াচার কনস্টেবল জাহিদ হাসান,বাগেরহাট বাজার কমিটির সভাপতি- জাবেদ এমদাদ মনির,হারামিয়া ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা- আকতারা বেগম,সন্দ্বীপ পৌরসভা যুবলীগের প্রচার সম্পাদক কাওছার মাহমুদ দিদার,পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি- রিয়াজুর রহমান চৌধুরী প্রমুখ।

মূল বিষয়ে আলোচনা করতে গিয়ে সন্দ্বীপ থানা পরিদর্শক (তদন্ত) মোঃ সোলাইমান বলেন- জাতি আজ সর্বনাশা মাদক ইয়াবায় আক্রান্ত,এ থেকে পরিত্রাণের একমাত্র উপায়,এর বিস্তার রোধ করতে হবে,এ জন্যে সবাইকে এগিয়ে আসতে হবে। জঙ্গীবাদ সম্পর্কে তিনি বলেন- সরকার দেশে জঙ্গীবাদ নির্মূলে প্রায় শতভাগই সফল হয়েছে,এর পরেও জঙ্গীবাদ উত্থানের ঝুঁকি রয়েছে,তাই এ ব্যাপারে সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। তিনি বলেন- শীতের শুরুতেই আবার করোনার বিস্তার লাভ করছে, তাই সবাই কে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে,মাস্ক ব্যাবহার করতে হবে,সাবান দিয়ে হাত ধৌত করতে হবে এবং নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!