
সন্দ্বীপে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার।সন্দ্বীপে বাংলাদেশ যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন নৌবাহিনীর মিডিয়া সেল।
তারা জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সন্দ্বীপ উপজেলাস্থ আজিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ।অভিযানকালে চিহ্নিত সন্ত্রাসী মামুনের বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা(মাদক) এবং বাড়ির পিছনের খাল থেকে পিস্তল, চাইনিজ কুড়াল,চাপাতিসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জমি দখল,মারামারি,অবৈধ অস্ত্র,মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। বর্তমানে সন্ত্রাসী মামুন আত্মগোপনে আছে বলে জানা যায়।