
সন্দ্বীপে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বদিউজ্জামান হাই স্কুলের পাশের রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
নবজাতককের বাবা-মায়ের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাকে মালেক মুন্সি বাজার স্থানীয় স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলা ২ টায় নবজাতক শিশুটি কে দেখতে হাসপাতালে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সন্দ্বীপ থানার ওসি,ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন বর্তমানে বাচ্চা টি সুস্থ আছে,তবে ফেলে রাখায় বাচ্চাটির মুখে একটি আগাতের চিহ্ন আছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মদ খান বলেন বিষয়টি আমরা অবগত আছি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন,হাসপাতালে বাচ্চাটির দায়িত্ব নেওয়ার জন্য অনেকে এসেছে আমরা যাচাই বাঁচাই করে দেখবো এদের মধ্যে দত্তক নিতে হলে কার সক্ষমতা আছে এরপর এদের মধ্যে একজনকে আমরা বাচ্চাটি হস্তান্তর করবো। বাচ্চা টি আমাদের কাছে স্বর্নদ্বীপ হাসপাতালে থাকবে।