সন্দ্বীপে শারদান্জলী ফোরামের উদ্যোগে বিধবা পুর্নিমা ঘোষের ঘর নির্মান

0 ৫১০,০৩১

“মঙ্গল আলোয় আলোকিত হউক মানব জীবন ” এই শ্লোগান নিয়ে এগিয়ে যাওয়া সংগঠন শারদান্জলী ফোরামের সারথীদের উদ্যোগে ও এলাকার সনাতনী ও মুসলিম সম্প্রদায়ের যুবকদের আর্থিক সহায়তায় সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় এলাকার বিধবা, অসহায় নিঃস্ব ও আত্মীয় স্বজনহীন বৃদ্ধা নারী পুর্নিমা ঘোষের বসতঘর সহ টয়লেট নির্মান কাজ শুরু হয়েছে।এবং তার ঘরটি নির্মান করা হচ্ছে জগন্নাথ দেবালয় সংসদের পুকুর পাড় সংলগ্ন মন্দিরের প্রদেয় ভুমির উপর।

উল্লেখ্য যে পুর্নিমা ঘোষের স্বামী তার দুইটি কন্যা সন্তান রেখে দীর্ঘ ১৫/১৬ বছর পুর্বে মৃত্যুবরন করে। এরপর সে মানুষের ঘরে ঝি এর কাজ করে পরিবার নির্বাহ করতো।মেয়েরা বড় হওয়ার পর তার সংসার চালানো মুসকিল হয়ে যাওয়ায় সে তার দুটি মেয়েকে সন্দ্বীপের দুইটি সম্ভ্রান্ত পরিবারে ভরন পোষনের বিনিময়ে কাজ করতে দিলে কিছুদিন কাজ করার পর দুটি মেয়ে গায়েব হয়ে যায় এবং প্রায় ৭/৮ বছর পর্যন্ত তাদের কোন হদিস নেই।

এই নিয়ে পুর্নিমা রানী তাদের দ্বারস্থ হলেও অভিবাবকহীনতার কারনে তাদের কাছে কোন স্বদোত্তর পায়নি।মেয়ে দুটো কি বেঁচে আছে না মৃত্যু বরন করেছে,নাকি অপহরন বা অন্য কোন অমানবিক আচরনের শিকার হয়েছে তা এখন তদন্তের বিষয়।এর পর থেকে পুর্নিমা ঘোষ অনেকটা মানষিক ভারসাম্য হীন হয়ে পড়েছেন।তারপর থেকে তার আশ্রয় স্থলটি নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘ দিন ধরে সে একেক দিন একেক মানুষের ঘরে আশ্রয় নিচ্ছেন।এবং মানুষের ঘরে ঘরে খাবার খুঁজে বেড়াচ্ছেন।

কিছুদিন পুর্বে তিনি শারদান্জলী ফোরাম সন্দ্বীপ উপজেলা কমিটির সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন,সারথী কার্তিক চক্রবর্তী ও চারন কবি শাহ-বাঙ্গালীর ছেলে দিদার বাঙ্গালীর কাছে ঘরটি পুনঃনির্মান করে দেওয়ার অনুরোধ জানালে তারা শারদান্জলী ফোরামের সক্রিয় সারথী সৌরভ গাঙ্গুলী,মিঠু মজুমদার,শিমুল সুত্রধর,দীপক মালাকার কে সাথে নিয়ে কয়েকজন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সচেতন ও মানবিক যুবকের অার্থিক সহায়তায় ঘরটি নির্মানের কাজে হাত দেয়।

এ জন্য শারদান্জলী ফোরাম,দিদার বাঙ্গালী, কার্তিক চক্রবর্তী,শৈবাল দে মনা,সারোয়ার,রবি মজুমদার,তপন মালাকার,নিরু দে,পাভেল রায় সহ যারা অর্থ ও মানষিক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের নিকট কৃতজ্ঞ।পুর্নিমা রানী তার নতুন ঘর নির্মান হচ্ছে দেখে যারা সহযোগিতা করেছেন তাদের সবার জন্য আশির্বাদ ও দোয়া কামনা করছেন এবং তার হারিয়ে যাওয়া দুটি মেয়েকে খুঁজে বের করার জন্য মিডিয়া কর্মী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।এবং সারথীরা তার মেয়ে দুটোকে খুঁজে দেওয়ার জন্য মিডিয়া কর্মী ও প্রশাসনের সহযোগিতায় দ্রুত মাঠে নামবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!