সন্দ্বীপে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি,সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সারা সন্দ্বীপের বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগমনে মতবিনিময় সভা জনসভায় পরিনত হয়েছে।
সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির বর্ষিয়ান নেতা,সন্দ্বীপ উপজেলা বিএনপির অভিভাবক ও বিএনপির সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
এসময় তিনি বলেন,সন্দ্বীপ উপজেলা বিএনপিকে সংগঠিত করতে অতীতের মতো সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ করতে হবে।প্রতিটি ইউনিয়নে আমরা দ্রুত পথসভার মাধ্যমে সুসংগঠিত করব।আমাদের মধ্যে ঐক্য এখন জরুরি।ঐক্যের কোন বিকল্প নেই।আমরা নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।বসে থাকার সময় এখন নয়।
এসময় জামায়েত শিবিরের বিষয়ে তিনি বলেন,সারা বাংলাদেশে জামাত,হেফাজত ইসলাম,ইসলামি শাসনতন্ত্রসহ সবগুলো ইসলামিক দল একত্রিত হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।জামায়াত ইসলামি হিন্দু সম্প্রদায়ের মধ্যেও কমিটি দিচ্ছে।আমাদের বসে থাকলে চলবে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিউদ্দিন ফয়সাল,বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী,গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম,মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম,সন্তোষপুর ইউনিয়ন বিএনপি’র লসভাপতি শামসুদ্দিন মেম্বার,আজিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন,রহমতপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাসানুজ্জামান মামুন, কালাপানি ইউনিয়নে বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির বাহার,আমানুল্লাহ ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন বাহাদুর,কৃষকদলের সভাপতি জুলফিকার আলী ভুট্টো,দীর্ঘাপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন,উড়িরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম,হরিশপুর ইদের বিএনপি’র সভাপতি ইউসুফ মেম্বার,সন্তোষপুর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,আমানুল্লাহ বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,বাউরিয়া বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ঝন্টু,সারিকাইত বিএনপি সাধারণ সম্পাদক আলী রাজু,দীর্ঘাপাড় বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ,উরিরচর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের কেরানি, কালাপানিয়া বিএনপির সাধারণ সম্পাদক হাজী নিজম,আমানউল্লাহ বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মেম্বার,সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান,পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক এস এম শিমুল,যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন প্রমুখ।
মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন,সন্দ্বীপ উপজেলা বিএনপি’র এ্যাডভোকেট আবু তাহের,পৌরসভা বিএনপি’র আহবায়ক আহসানুল কবির রিপন তালুকদার,মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান বাদশাহ,হারামিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন,হরিশপুর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইলসহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,সন্দ্বীপ উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।