সন্দ্বীপ প্রতিনিধিঃ সন্দ্বীপে এনজিও সংস্থা এসডিআই এর উদ্যোগে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্পের অধীনে নাগরিক কর্তৃক সামাজিক জবাবদিহিতা বিষয়ক তথ্য সংগ্রহ প্রক্রিয়া শীর্ষক এক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
২৩ নভেম্বর,সকাল ১০ টায়,এসডিআই
এর কমিউনিটি মোবিলাইজার মোঃ ফারুকের সঞ্চালনায় সন্দ্বীপ উপজেলা সদরের এসডিআই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ ওরিয়েন্টেশনে প্রকল্পের উদ্দেশ্য উপস্থাপন
করেন- এসডিআই রি-কল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়।
দিনব্যাপী এ ওরিয়েন্টেশনে যুব কর্মসংস্থান
বিষয়ক সামাজিক নিরীক্ষা প্রশ্নপত্র নিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে নিয়ম কানুন ও ( সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারীর) মতামত সম্পর্কীত আলোচানা করেন-এসডিআই এর প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়, জেলা নেট ওয়ার্ক কমিটির সাধারন সম্পাদক ইলিয়াস কামাল বাবু ও
ফিল্ড ফেসিলেটিটর ইসমাইল ফরিদ ও কমিউনিটি মোবিরাইজার মোঃ ফারুক।
ইউরোপিয়ান ইউনিযয়নের অর্থায়নে এবং
অক্সফ্যাম ও সিপিডি ‘ র যৌথ সহযোগিতায় এ ওরিয়েন্টেশনে সন্দ্বীপের বিভিন্ন সিবিও ‘ র ২৫ জন সদস্য অংশ গ্রহন করে।