সন্দ্বীপের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের ২০২০-২০২২ সেবা বর্ষের কার্যকরী পরিষদ গতকাল গঠিত হয়েছে।এতে সাখাওয়াত সভাপতি ও সাইফুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে মোট ১১জন সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা করা হয়।
অন্যন্যরা হলেন সায়েদুর রহমান সহ-সভাপতি,জুবায়ের সহ-সভাপতি,মহিম উদ্দীন যুগ্ম সাধারণ সম্পাদক,মিজান সাংগঠনিক সম্পাদক, হাফেজ নাঈম অর্থ সম্পাদক,রিয়াদ শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,হাফেজ সাইফুল ধর্মীয় সম্পাদক,রাকিব দুর্যোগ ত্রাণ বিষয়ক সম্পাদক,ফরহাদ উদ্দীন আনন্দ প্রচার সম্পাদক, আহম্মদ উল্লাহ্ পনির অফিস সম্পাদক।
আজ সংগঠনের বৈঠকে উপদেষ্টা পরিষদ,বিওডি পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান ইমন এবং বিওডি মেম্বাররা উক্ত কার্যকরী পরিষদ অনুমোদন দেন।
উল্লেখ্য যে ২০১৬ সালের ২০শে সেপ্টেম্বর বর্তমান বিওডি চেয়ারম্যান আব্দুর রহমান ইমন ও দক্ষিণ সন্দ্বীপের কিছু তরুণরা উক্ত সংগঠন গড়ে তুলেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি নানান শিক্ষামূলক ও সমাজিক কাজ করে আসছে।