
সন্দ্বীপে একঝাঁক তরুণদের হাতে গড়ে ওঠা সংগঠন ইয়ুথ ব্লাড ফাইটার্স এর ২০২২-২৩ সেশনের কার্যকরী পরিষদ গতকাল সংগঠনের ফেইসবুক আইডি তে পোস্টের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
নব গঠিত এই পরিষদে আরমান জাবেদ কে সভাপতি নজরুল নাঈম কে সাধারণ সম্পাদক এবং আব্দুর রহমান ইমন কে সাংগঠনিক সম্পাদক করে মোট ৩৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ ঘোষণা করেন।
পরিষদের বাকী সদস্যরা হলেন- আব্দুর রহমান সনি; সিনিয়র সহ সভাপতি, মাসুদ রানা;সহ সভাপতি, মোঃ শোয়াইব;সহ সাধারণ সম্পাদক, জুয়েল রানা;সক সাধারণ সম্পাদক, রিমন তালুকদার;অর্থ সম্পাদক, ইয়াছিন আরাফাত;সহ অর্থ সম্পাদক, জগলু আলম নাহিদ;প্রচার সম্পাদক, ইমতিয়াজ মাহমুদ;সহ প্রচার সম্পাদক, অরুপ মজুমদার;শিক্ষা বিষয়ক সম্পাদক, আসাদুজ্জামান জাহিদ;সহ শিক্ষা সম্পাদক, মোঃ হাসান আলী;ক্রীড়া সম্পাদক, মোঃ তামীম;সহ ক্রীড়া সম্পাদক, হাফেজ মোঃ মহিউদ্দীন;ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ রাসেদ;প্রবাসী বিষয়ক সম্পাদক, মাহিয়া শারমিন;মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ শামীম;অফিস সম্পাদক, ইয়াছিন আরাফাত;সহ অফিস সম্পাদক।
কার্যকরি সদস্যগণ- মোঃ তানভীর খাঁন, মোঃ সাফায়েত হোসেন শাওন, ইয়াছিন আরাফাত,মোঃ জিহান, গোলাম রাব্বানী, আলাউদ্দীন, রুবেল, মেহেদী হাসান নয়ন, জামিল, ওমর ইমন ও মোবারক।