” কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে শনিবার সন্দ্বীপে ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ এর উদ্বোধন হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে, সন্দ্বীপ উপজেলা প্রশাসন এর আয়োজক। ২৮ নভেম্বর,সকাল ১০ টায় কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে আয়োজিত এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন- সন্দ্বীপ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। এ সময় তাঁর সাথে ছিলেন- সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বি.এ,উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা,উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনউদ্দিন মিশন সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ। দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় সন্দ্বীপের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৩৫ টি প্রজেক্ট প্রদর্শিত হয়।পরে বিচারক মন্ডলীর রায়ে প্রথম হয় মুছাপুর এবি হাই স্কুল,দ্বিতীয়-পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয় রহমতপুর উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা।