সন্দ্বীপ কুমিরা গুপ্তছড়া নৌ-রুটে নিরাপদ যাত্রী সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার মানববন্ধন।

0 ১,০৮১,৩০১

সন্দ্বীপের কুমিরা গুপ্তছড়া নৌরুটের যাত্রী সেবা নিশ্চিত করতে ও নৌ-দূর্ঘটনা রোধে আধুনিক নৌ-যানের ব্যবস্থা সহ দুই পাশে সিট্রাক সার্ভিস চালু ও পল্টুন নির্মানের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ২০১৭ সালের ২ এপ্রিল লাল বোট ডুবে নিহত ১৮ জনের প্রাণহানীর ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ক্ষতি পূরন দেওয়ার জোর দাবী জানিয়েছে প্রতিবাদী যাত্রী সাধারন সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশ সাংবাদিক পরিষদ ও সম্মিলিত সন্দ্বীপ অধিকার আন্দোলন এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনটি সন্দ্বীপ উপজেলা পরিষদের সামনে ২ এপ্রিল শনিবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপীর সঞ্চালনায় যৌক্তিক দাবী তুলে ধরে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ নদী সিকস্তি সমিতির সদস্য সচিব মনিরুল হুদা বাবন, আমরা সন্দ্বীপ বাসীর সমন্বয়ক ফোরকান উদ্দিন রিজভী, বাংলাদেশ সাংবাদিক পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, কবি মোস্তফা হায়দার,আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান,বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক ইলিয়াছ সুমন প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব সন্দ্বীপ শাখার সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার, অনলাইন এক্টিভিষ্ট খোদা বক্স সাইফুল ও জিসান মাহমুদ, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোঃ সাহেদ, দৈনিক অপরাধ কন্ঠের সন্দ্বীপ প্রতিনিধি সাব্বির রহমান, অনলাইন এক্টিভিষ্ট তৌহিদুল ইসলাম, টিপু সুলতান সহ আরো অনেকে।

বক্তারা যাত্রী সাধারনের যাতায়াতের সুবিধার্থে সীট্রাক ও পল্টুনের জোর দাবীর পাশাপাশি ঘাটটি একক ইজারা বাদ দিয়ে উন্মুক্ত করন কিংবা বিআইডব্লিউটিসির মাধ্যমে আধুনিক ও নিরাপদ নৌযান নিশ্চিত করার জোড় দাবী জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!