সন্দ্বীপ পৌরসভায় স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।রবিবার সকাল ১১ টার পৌরসভায় স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ মাঈন উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন,সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম,সহ পৌরসভার কাউন্সিলর বৃন্দরা।
উদ্বোধনী দিনে ৫ শতাধিক সাধারণ মানুষ প্রতি কেজি চিনি ৫৫ টাকা,মসুর ডাল ৫৫ টাকা,সয়াবিন তেল ১১০টাকা,পেঁয়াজ ২০ টাকা,ছোলা ৫৫ টাকা দরে টিসিবি কেন্দ্রগুলি থেকে পণ্য ক্রয় করেন।
উপজেলার বিভিন্ন পয়েন্টে করোনা স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার মাধ্যমে এই পণ্য বিক্রি চলমান থাকবে বলে জানান,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ মাঈন উদ্দীন।