সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলিগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বর্নাঢ্য আয়োজন

0 ১৯৪

বাদল রায় স্বাধীন: সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলিগের উদ্যোগে গনতন্ত্রের মানস কন্যা, মাদার অব হিউম্যানিটি খ্যাত দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করেছে। এ উপলক্ষে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় হলরুমে ২৮ সেপ্টেম্বর বিকালে দোয়া, মিলাদ মাহফিল ও কেক কেটে জননেত্রীর জন্মোৎসবে সকলে আনন্দে ফেটে পড়েন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের মাননীয় সাংসদ ও উন্নয়নের রুপকার মাহফুজুর রহমান মিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামীলিগের সুযোগ্য সভাপতি ও তরুনদের প্রেরনার উৎস মোক্তাদের মাওলা সেলিম। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, পৌরসভা আওয়ামীলিগের সাবেক সভাপতি অধ্যক্ষ জামিল ফরহাদ, পৌরসভা আওয়ামীলিগের সাধারন সম্পাদক সফিকুল মাওলা, হারামিয়া ইউনিয়ন আওয়ামীলিগ সভাপতি রহিম উল্যা, আওয়ামীলিগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী সহ উপজেলা আওয়ামীলিগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে অসামান্য অবদান রাখার পাশাপাশি সরকার পরিচালনায়ও ব্যাপক সাফল্যের পরিচয় দিয়েছেন তিনি। ১৯৯৬-২০০১ সালে তার সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ও গঙ্গার পানি বণ্টন চুক্তি তার সরকারের অন্যতম সাফল্য হিসেবে বিবেচিত হয়েছে। তার নেতৃত্বাধীন বর্তমান সরকারের টানা ১০ বছরে দেশে বিস্ময়কর উন্নতি হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি, একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচারকার্য শেষ করা, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি ও সমুদ্রবক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্লু ইকোনমির নতুন দিগন্ত উন্মোচন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ জয়, সাবমেরিন যুগে বাংলাদেশের প্রবেশ, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নতুন নতুন উড়াল সেতু, মহাসড়কগুলো ফোর লেনে উন্নীত করা, প্রথমবারের মতো এলএনজি টার্মিনাল স্থাপন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মাথাপিছু আয় ১৯০৯ ডলারে উন্নীত, প্রবৃদ্ধি ৮ দশমিক ১ শতাংশ, দারিদ্র্যের হার হ্রাস, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২২ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাওয়া, ৯৪ ভাগ মানুষকে বিদ্যুৎ-সুবিধার আওতায় আনা সহ অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি যাতে বিশ্বের মাঝে বাংলাদেশকে রোলমডেলে পরিনত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!