সন্দ্বীপ বাউরিয়া ইউনিয়নের আমানীরগো বাড়ির শফিকুল ইসলাম হত্যা মামলার এজাহার ভুক্ত তিন আসামী গ্রেফতার

0 ২৪২

বাদল রায় স্বাধীন: সন্দ্বীপের ১১ আগষ্ট ২০২০ তারিখে জায়গা জমি সংক্রান্ত শত্রুতার জেরে বাউরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আমানীরগো বাড়ির শফিকুল ইসলাম ও তার ছেলে শরিফুল আলম পান্নাকে রাতের আঁধারে মধ্যযুগীয় কায়দায় দলবেঁধে ঘরে ঢুকে হত্যার উদ্যেশ্যে শফিকুল ইসলামের সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার পর মুমুর্ষ অবস্থায় সন্দ্বীপ, চট্টগ্রাম ও সবশেষে ঢাকায় চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেন তিনি।সেই হত্যা মামলার আসামী সন্দ্বীপ থানার মামলা নং ০৮,তাং ২৩/০৮/২০ খ্র্রি ধারাঃ৩০২/৩৪ ধারার এজাহারনামীয় ৪ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। গ্রেফতারকৃত এজাহার নামীয় আসামীরা হলেন ১নং আসামি মাহফুজ(২৫),৩ নং আসামী বেলায়েত হোসেন বেলু(৭৫),৪ নং আসামি মাসুদ(৩৫)। সন্দ্বীপ থানা সুত্রে জানা যায় সন্দ্বীপ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ সোলাইমান এর নেতৃত্বে সিএমপি,চট্টগ্রামের এর পতেঙ্গা থানা ও চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আজ ৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় উল্লেখিত আসামিদের গ্রেফতার করতে সমর্থ হয়। উক্ত মামলার বাদী হামিদা বেগম সুবর্না ও ভিকটিম শরিফুল ইসলাম পান্না এই গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)মোহাম্মদ সোলাইমানকে ধন্যবাদ জানিয়েছেন এবং ১ নং আসামী মাহফুজকে প্রকৃত খুনী ও জলদস্যু হিসেবে মন্তব্য করেন তাদের ফাঁসির দাবী জানিয়েছেন নিহতের সন্তান শরিফুল ইসলাম পান্না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!