
আবদুর রহমান ইমনঃ সন্দ্বীপ সম্মেলিত সামাজিক ঐক্য পরিষদ এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।সন্দ্বীপের ২৪টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের প্রথম অভিষেক অনুষ্ঠান শুক্রবার(৫ নভেম্বর)বিকেলে ৪টায় সন্দ্বীপ উপজেলা কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে সংগঠনের প্রধান উপদেষ্টা সীতাকুণ্ড উপজেলার তাহের মঞ্জুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি।
অনলাইন সংবাদকর্মী আবদুর রহমান ইমন ও নজরুল নাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উপদেষ্টা আবুল কাসেম শিল্পী, এ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাক্তার তানজিরুল ইসলাম রবিন,সংগঠনের সমন্বয়ক আরিফ হোসেন আরজু, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, দৈনিক আমার সংবাদ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন, মুছাপুর আর্দশ ক্লাবের সভাপতি ফাহিদুল আবেদীন, হরিশপুর যুব শক্তির সভাপতি মাইনউদ্দীন, রিয়েল স্টার ক্লাবের সভাপতি শোয়াইব, ফেন্ডস ইউনিটি ক্লাবের পক্ষে সাইফুল ইসলাম, সংগঠন সহ-সভাপতি নাজিম উদ্দীন, সমাজসেবা সম্পাদক জাবেদ মিয়া, আবদুল করিম, দিদারুল আলম, শহিদুল ইসলাম, আরমান জাবেদ, আদনান হাবিব মাসুম প্রমূখ।