সাংবাদিককে বিদ্যুৎ অফিসে ডেকে নিয়ে প্রধান প্রকৌশলীর হুমকি

0 ৯০০,০০১

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(বিপিডিবি)বিতরণ দক্ষিণাঞ্চলের সংবাদ প্রকাশের জেরে দৈনিক পূর্বদেশের নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মুন্নাকে হুমকি দিয়েছেন বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির মজুমদার।বুধবার(২০ নভেম্বর)দুপুর ৩টার দিকে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে ডেকে নিয়ে এ হুমকি দেওয়া হয়।বৃহস্পতিবার(২১ নভেম্বর)রাতে ডবলমুরিং থানায় এ ব্যাপারে জিডি করেন মনিরুল ইসলাম মুন্না।  

জানা গেছে,গত ৩১ অক্টোবর দৈনিক পূর্বদেশ পত্রিকায় ‘বিদ্যুৎ বিভাগে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি প্রকাশিত হওয়ার পর প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির মজুমদার প্রতিবেদক মনিরুল ইসলাম মুন্নাকে সহকারী পরিচালক(জনসংযোগ)আকবর হোসেনের মাধ্যমে অফিসে আমন্ত্রণ জানান।অফিস কক্ষে ডেকে নিয়ে সংবাদ প্রকাশের জন্য ঔদ্ধত্যপূর্ণ আচরণসহ ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দেন।  

এ বিষয়ে মনিরুল ইসলাম মুন্না বলেন,আমাকে ডেকে নিয়ে প্রধান প্রকৌশলী দুর্ব্যবহার করেছেন।সংবাদ বিরুদ্ধে গেলে প্রতিষ্ঠান বা প্রতিবেদকের ওপর ক্ষোভ থাকতেই পারে। সেটা প্রতিবাদলিপি আকারে দেওয়া যেতো।কিন্তু তা না করে প্রধান প্রকৌশলী ২০ দিন পর পরিকল্পিতভাবে অপমান করার জন্য আমাকে ডেকে নিয়ে যান।  

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কাজী রফিক আহমেদ বলেন,আমরা জিডি নিয়েছি।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!