সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে বাঁশখালী প্রেসক্লাবের মানববন্ধন।

0 ২০৪

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ অনুসন্ধানী নারী সাংবাদিক দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামের বাঁশখালী প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী উপজেলা পরিষদ চত্ত্বরে গতকাল দুপুরে বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দীনের সঞ্চালনায় মানববন্ধন অংশ গ্রহন করেন, বাঁশখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ সাঈদুল ইসলাম, সহ-সভাপতি জাকের আহামদ, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক রাশেদী, সহ- সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ছৈয়দুল আলম, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম মিরাজ, সহ-অর্থ সম্পাদক মো: দিদারুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ এরশাদ, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন, সাহিত্য সম্পাদক হায়দার আলী, সদস্য সরওয়ার আলম চৌধুরী ও মোহাম্মদ শাহেদুল আলম সহ স্থানীয় বিভিন্ন সংবাদিকবৃন্দ প্রমুখ।

এসময় সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন” আমরা এই রকম ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত সবার শাস্তির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। সাংবাদিক রোজিনা ইসলামকে কোন আইনে, কেন অফিসের মধ্যে আটকে রাখা হলো? আটকবস্থায় অসুস্থ্য হয়ে পড়লেও কেন তাকে চিকিৎসা দেয়া হলো না? আমরা যতদূর জেনেছি রোজিনা স্বাস্থ্য অধিদপ্তরের একটি সমুদ্র ডাকাতিসম দূর্ণীতির তথ্যের খবর জানতে সেখানে গিয়েছিলেন। দূর্ণীতির সাথে জড়িতরা সেখানে তাকে হয়তোবা সাগর-রুনির মত হত্যাযঞ্জের মিশন হাতে নিতে চেয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!