
নগরীর হালিশহর থানাধীন মইন্না পাড়া থেকে তিনটি সাইকেলসহ মো. আলমগীর হোসেন(১৯)নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ বলছে, শহরের বিভিন্ন এলাকা হতে সাইকেল চুরি করে বিক্রয় করা তার বর্তমান পেশা।রবিবার(২৩ জানুয়ারি)ভোরে নতুনপাড়া ঠান্ডা মিয়ার গলি আলী হোসেন কোম্পানির বিল্ডিংয়ের পার্কিংয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার আলমগীর উত্তর হালিশহরের সাইট পাড়ার বজল পীরের গলির সোলায়মান সওদাগরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন,আলমগীর অভ্যাসগত চোর।বেশ কিছুদিন যাবত সে শুধু সাইকেল চুরি করে।চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা হতে সাইকেল চুরি করে বিক্রয় করা তার বর্তমান পেশা।তার দেওয়া তথ্য মতে আজ তিনটি চোরাই সন্দিগ্ধ বাইসাইকেল উদ্ধার করা হয়।নিয়মিত মামলা রুজু করে আলমগীরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।