
বাসনা বিলাস
সাইদুল ইসলামকালো মেঘে আজি ঢাকিছে আকাশ বৃষ্টি নামিছে ঝাঁপি,
বায়ু বেগে থর থর কাঁপিছে বনভূমি দ্যুলোক ভূলোক ব্যাপি।মৌসুমী বায়ু আজি হইয়াছে উতল
শাখে শাখে দোল দিতেছে প্রবলচারদিকে অঝোরে ঝরিছে বারি তীব্র মুশলধারায়
রিমঝিম সুরে বাজিছে বাঁশরি বন বৃক্ষের চূড়ায়।চারদিকে যেন আঁধারের ঘোর
মাতাল হাওয়া বহিতেছে জোরতপ্ত ধরণী শিহরিয়া উঠিছে সিঞ্চিত জলে সিক্ত
হেলিয়া দুলিয়া খেলিছে শাখী মেঘ মন্থনে তৃপ্ত।কেয়া বনে আজি ফুটিয়াছে ফুল
জলভারে নদীর ভাসিতেছে কুলজল কলরবে মাতিয়া ছুটিয়াছে খালে বিলে অবিরত
মৎস্য শিশুরা উৎসবে আজি জল কেলিতে মত্ত।গগনে গগনে বাজিছে ডঙ্কা
জনমনে যেন জাগিছে শঙ্কা।শ্রাবনের মেঘ মল্লারে আজি উথলে উঠেছে প্রাণ
মেঘ মুখরিত বাদলের দিনে বিহঙ্গ গাহিছে গান।একাকী নির্জনে গৃহ কোণে বসি
ভাবনার রাশি মনে উঠিছে ভাসিআজি ভরদুপুরে নিশীথের আঁধার যেন ঘিরিয়াছে চারিপাশ
ঘনঘোর বরিষণে আজ জাগে মনে যত সুপ্ত বাসনা বিলাস।